ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে ১১২ কোটি ডলার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে ১১২ কোটি ডলার

ঢাকা: নানা উদ্যোগের পরও প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স আহরণ ধারাবাহিকভাবে কমছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে ১১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। যা চলতি বছরের যেকোনো মাসের চেয়ে সর্বনিম্ন।

মঙ্গলবার (০২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রবাসীদের পাঠানো অর্থের বড় উৎস মধ্যপ্রাচ্য।

সেসব দেশে বিভিন্ন সমস্যার কারণে প্রবাসীরা সহজে রেমিট্যান্স পাঠাতে পারছে না।
 
ফলে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নানা উদ্যোগের পরও আশানুরূপ রেমিট্যান্স আসছে না। তাই প্রবাসী আয়কে ইতিবাচক ধারায় ফিরাতে রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর পাশাপাশি বিভিন্ন প্রণোদনা দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের নবম মাস সেপ্টেম্বরে দেশে ১১২ কোটি ৭৩ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের মাস আগস্টের চেয়ে ২৮ কোটি ডলার কম। আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৪১ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২৮ কোটি ৩৭ লাখ ডলার বা ২০ শতাংশ কম।

এদিকে, মাসের ব্যবধানে রেমিট্যান্স কমলেও বেড়েছে বছরের ব্যবধানে। পয়েন্ট টু পয়েন্টে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ২৭ কোটি ডলার। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রবাসীরা ৮৫ কোটি ৬৮ লাখ ডলার পাঠিয়েছিলেন।
 
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।