ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমএফএস ইউটিলিটি বিল পরিশোধ বেড়েছে ৩৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
এমএফএস ইউটিলিটি বিল পরিশোধ বেড়েছে ৩৬ শতাংশ প্রতীকী ছবি

ঢাকা: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ ক্রমে বাড়ছে। এ সেবায় ব্যাংকে যাওয়া, লাইনে দাঁড়ানো প্রভৃতির ঝক্কি নেই। তাছাড়া দিনের যে কোনো সময় ইচ্ছে করলেই বিল পরিশোধ করা যায়। এসব কারণে ঝামেলামুক্ত এ সেবায় ঝুঁকছে সাধারণ মানুষ।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, আগস্ট মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করা হয়েছে ৩৭৩ কোটি টাকা, যা জুলাই মাসের তুলনায় ৩৬ শতাংশ বেশি। জুলাই মাসে ইউটিলি বিল পরিশোধের পরিমাণ ছিল ২৭৩ কোটি টাকার মতো।

 

ইউটিলিটি বিলের মধ্যে বিদ্যুৎ, গ্যাস ও পানি অন্তর্ভুক্ত। প্রতিবেদন অনুসারে আগস্ট মাসে মোবাইল ব্যাংকিং চ্যানেলে সর্বমোট লেনদেনের পরিমাণ ছিল ৩৪ হাজার ৩৯৯ কোটি টাকা, যা জুলাই মাসের মোট লেনদেনের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি। জুলাই মাসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩০ হাজার ৮শ কোটি টাকা।
 
বাংলাদেশ ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা যায়,  সম্প্রতি বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎসহ ডেসকো ও নেসকোর বিল পরিশোধ চালু হওয়ায় মোবাইল ব্যাংকিং চ্যানেলে বিদ্যুৎ বিল পরিশোধ বাড়ছে। বিশেষ করে জুন মাসে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ সেবা চালুর পরে ব্যাপক সাড়া ফেলেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে আগস্ট মাসের ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে।
 
বিকাশ সূত্রে জানা যায়, ঝামেলা এড়িয়ে, লাইনে না দাঁড়িয়ে, ব্যাংক বা পল্লী বিদ্যুতের অফিসে না গিয়ে, যেকোনো জায়গা থেকে যেকোনো সময়  বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধার কারণেই সারাদেশের পল্লীবিদ্যুতের গ্রাহকরা বিকাশের মাধ্যমে বিল পরিশোধে আগ্রহী হয়ে উঠেছেন। এছাড়া এতে তাদের খরচও অনেক সাশ্রয় হচ্ছে, কারণ বিল জমা দিতে দূরে  কোথাও যেতে হচ্ছে না।  
 
কেবল বিল পরিশোধই নয়, পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিদ্যুৎ বিলের পরিমাণও তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে পারছেন।  
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।