ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছুটির দিনে কন এক্সপোতে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
ছুটির দিনে কন এক্সপোতে ভিড় ২৩তম কন এক্সপোতে পণ্য দেখছেন দর্শনার্থীরা/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চলছে তিন দিনব্যাপী ২৩তম কন এক্সপো। নতুন নতুন প্রযুক্তিপণ্য দেখতে মেলায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে গিয়ে দেখা যায়, মেলায় বিদ্যুৎ উৎপাদন ও উপকরণ, সৌরবিদ্যুৎ, জ্বালানি, আলোকসজ্জা, নবায়ণযোগ্য জ্বালানি, নির্মাণ সামগ্রী, নির্মাণকৌশল যন্ত্রাংশসহ নানা পণ্যের প্রদর্শনী চলছে। মেলায় অংশ নিয়েছে আবাসন খাতের প্রতিষ্ঠানও।

নিজদেশের পণ্য তুলে ধরতে মেলায় ১৯টি দেশের ২২০টি প্রতিষ্ঠানের ৪৮০টি স্টল অংশ নিচ্ছে।

সেমস গ্লোবাল বাংলাদেশের সভাপতি মেহরুন এন ইসলাম জানান, মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাপান, আমেরিকা, রাশিয়াসহ মোট ১৯টি দেশের উদ্যোক্তারা অংশ নিয়েছেন। দেশীয় প্রতিষ্ঠান পারটেক্স, রূপায়ন রিয়েল এস্টেট, আরএফ বিল্ডার্স ও পূর্বাচল রিডিম সিটিসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে মেলায়।

চীনের এমিক্স গ্রুপের লিলি ওয়াং বলেন, আমরা প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মেলায় অংশ নিয়েছি। আমাদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বাংলাদেশি ব্যবসায়ী ও গ্রাহকদের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য। আশা করি, গুণগত মান যাচাই করে বাংলাদেশি ব্যবসায়ীরা পণ্য কিনবে।

ওয়েইহুয়া গ্রুপের সেলস ম্যানেজার কিমি এক্সি বলেন, অনেক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন যারা আমাদের প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করে। আরো বেশি গ্রাহক ধরতে আমরা এই মেলায় অংশ নিয়েছি।

আরএফ বিল্ডার্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কানজি ফাতেমা সুমি বলেন, আমাদের প্রতিষ্ঠান এককালীন ৪০ লাখ টাকা বিনিয়োগ করলে কক্সবাজারে ফাইভ স্টার হোটেলে একটি সুইটের মালিকানা আজীবনের জন্য পাবেন। পরবর্তীতে চাইলে আমাদের কাছে ভাড়াও দিতে পারবেন। প্রতি মাসে ভাড়া হিসেবে পাবেন ৪০ হাজার টাকা।

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির পুষ্পগুচ্ছ হলে তিন দিনব্যাপী এ মেলা শনিবার (২৭ অক্টোবর) পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।