ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে ষষ্ঠ দিনে ৩ কোটি ৯৩ লাখ টাকা আয়কর আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪১, নভেম্বর ১৯, ২০১৮
রাজশাহীতে ষষ্ঠ দিনে ৩ কোটি ৯৩ লাখ টাকা আয়কর আদায় রাজশাহীর আয়কর মেলা/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী কর অঞ্চল আয়োজিত সপ্তাহব্যাপী করমেলার  ষষ্ঠ দিনে ৩ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৪২৬ টাকা আয়কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন দাখিল হয়েছে ৬ হাজার ৬২৫টি। টিআইএন নিয়েছেন নতুন ২০৮ জন করদাতা।

কেবল তাই নয়, আজ ১২ হাজার ৭৮৭ জন করদাতা সেবা নিয়েছেন।  

জানতে চাইলে রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নসর মো. মাহাবুবুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

 

কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নসর মো. মাহাবুবুজ্জামান বলেন, কর দিতে উদ্বুব্ধ করতে মেলায় নতুন টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদানসহ নানা ধরনের সেবা দেওয়া হচ্ছে।

সপ্তাহব্যাপী আয়কর মেলা সোমবার (১৯ নভেম্বর) বিকেলে শেষ হবে। এর আগে গত ১৩ নভেম্বর রাজশাহীতে আয়কর মেলার উদ্বোধন করা হয়।  

মহানগরীর হেলেনাবাদ এলাকায় কর ভবন প্রাঙ্গণে মঙ্গলবার এই মেলা শুরু হয়েছে। এবারের মেলায় মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় সেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এসএস/এএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।