ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নানান কর্মসূচিতে রাজশাহীতে আয়কর দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
নানান কর্মসূচিতে রাজশাহীতে আয়কর দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: নানান কর্মসূচিতে রাজশাহীতে আয়কর দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। 

শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন’ স্লোগানকে সামনে রেখে মহানগরের হেলেনাবাদস্থ কর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোয়াজ্জেম হোসেন, কর কমিশনার (আপিল) মোহাম্মদ মাসুদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি ও অ্যাডভোকেট মহসীন খান।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।