ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিটার্ন দাখিল বাবদ আয় হবে ৫ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
রিটার্ন দাখিল বাবদ আয় হবে ৫ হাজার কোটি টাকা এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও অন্যরা

ঢাকা: গত বছরের তুলনায় এ বছর আয়কর রিটার্ন দাখিলের হার ৪০ শতাংশ বাড়বে বলে আশা ব্যক্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

রোববার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর চেয়ারম্যানের কক্ষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, নিয়ম অনুসারে ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ সময় ছিলো।

কিন্তু এদিন শুক্রবার হওয়ায় ২ ডিসেম্বর (রোববার) পর্যন্ত সময় বাড়ানো হয়।

চেয়ারম্যান বলেন, আয়কর মেলার যে রকম সাড়া পড়েছিলো, এবার নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলেও এনবিআরের অফিসগুলোতেও ব্যাপক সাড়া পড়ে। ফলে এবার গতবারের চেয়ে অন্তত ৪০ শতাংশ রিটার্নধারীর সংখ্যা বাড়বে।  

গতবার ১৮ লাখ ব্যক্তি রিটার্ন দাখিল করেছিলেন। এবার তা বেড়ে ২২-২৪ লাখ জমা পড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। আর তাতে ৫ হাজার কোটি টাকার কর আদায় হবে বলেও মন্তব্য করেন। এর আগের বছর ৪ হাজার কোটি টাকার কর আদায় হয়েছিলো।

চেয়ারম্যান বলেন, কারা রিটার্ন দেন না, এনবিআরের কর্মকর্তাদের সহযোগিতা এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রচারণার কারণে রিটার্ন দাখিলকারীদের সংখ্যা বাড়ছে বলে জানান তিনি।

এ সময় এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়াউদ্দিন মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোম্পানি ছাড়া অন্য সব করদাতার জন্য ২০১৭-১৮ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিলো গত ৩০ নভেম্বর। কিন্তু দিনটি শুক্রবার হওয়ায় তা ২ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় এনবিআর কর্তৃপক্ষ।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।