ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘সরকার পরিবর্তনে উন্নয়ন প্রকল্প খুঁজে পাওয়া যাবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
‘সরকার পরিবর্তনে উন্নয়ন প্রকল্প খুঁজে পাওয়া যাবে না’

ঢাকা: সরকার পরিবর্তনে উন্নয়ন প্রকল্প খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, উন্নত বিশ্বে সরকার পরিবর্তন হলেও প্রকল্প বাস্তবায়ন থেমে থাকে না। এক সরকারের কাজ অন্য সরকার ভালোভাবে বাস্তবায়ন করে।

কিন্তু আমাদের দেশে এর উল্টো হয়ে থাকে।

রোববার (০৯ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশে সরকার পরিবর্তন হলে উন্নয়ন কাজ থেমে যাবে। পরবর্তী সরকার এসে বাতিল করে দেবে। পদ্মাসেতু-মেট্রোরেলের মতো মেগাপ্রকল্প আমরা হাতে নিয়েছি। এই কারণে মেগাপ্রকল্প বাস্তবায়নে সরকারের ধারাবাহিকতা দরকার।
 
ব্যাংকিংখাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখাতে সরকারের কিছু ওভারসাইড দুর্বলতা রয়েছে। এ কারণে আর্থিকখাতের সমস্যা হয়েছে। সরকার সব বাধা দূর করে প্রবৃদ্ধি অর্জন বাড়াতে চায়।
 
এডিপি প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের গত পাঁচ মাসে সর্বকালের সর্ববৃহৎ এডিপি বাস্তবায়িত হয়েছে। আমরা এ বছর এডিপি পূর্ণমাত্রায় বাস্তবায়নে স্বার্থক হবো। ফলে জিডিপি ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ হবে। ২০২১ সালের মধ্যে প্রবৃদ্ধি ১০ শতাংশ হবে।
 
‘রেমিটেন্স প্রবাহ ১৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে। উন্নয়ন ধারা অব্যাহত থাকলে সব খাতে ভালোভাবে পৌঁছাতে পারবো। শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন হচ্ছে। ২০৩০ সালে দেশে দারিদ্র্য থাকবে না। ভ্যাট আইন বাস্তবায়ন করা গেলে রেভিনিউ কালেকশন কলেবর বাড়তো। গত ১০ বছরে কর্মসংস্থান বেড়েছে, তবে আশানুরূপভাবে হয়নি’।
 
মন্ত্রী আরো বলেন, সব খাতেই বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। দেশে এখন বিদ্যুৎঘাটতি নেই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে কর্মসংস্থানও বাড়বে।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।