বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্নারের উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, বঙ্গবন্ধুর কারণেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি।
এসময় তিনি সর্বস্তরের কর্মকর্তাদের কর্নারটি ব্যবহার ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের অর্থ-ব্যবস্থাকে গড়ে তোলার দিক-নির্দেশনা দেন।
কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (লাইব্রেরি) মো. মাহবুবার রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. আখতারুজ্জামান ও সভাপতি মহাব্যবস্থাপক (লাইব্রেরি) মো. মাহবুবার রহমান খান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নেছার আহাম্মদ ভূঁঞা এবং বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন যুগ্মপরিচালক আব্দুস জব্বার দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (সিবিএ) এবং ব্যাংকের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসই/ওএইচ/