বুধবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করায় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের চলতি বছরের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের সময় ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৮ ডিসেম্বর দেশের ব্যাংকিং খাতের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের সময় ২৭ ডিসেম্বর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসই/টিএ