ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দারাজে পাওয়া যাবে বসুন্ধরা ফুডের পণ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
দারাজে পাওয়া যাবে বসুন্ধরা ফুডের পণ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বসুন্ধরা আটা, ময়দা, সুজি, নুডুলস, পাস্তা, টগি ক্যাকার্স, বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে দেশের অন্যতম অনলাইন মার্কেট প্লেস দারাজ ডটকমে।

দেশের বাজারে প্রথম অবস্থানে আসার পর অনলাইনে পণ্য নিয়ে আসার মাধ্যমে আরও একটি মাইলফলক স্থাপন করলো বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড।
 
সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এম এম জসীম উদ্দীন এবং দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অব লাইফস্টাইল আনজির হোসাইন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এম এম জসীম উদ্দীন বলেন, বিগত সাত বছর ধরে আমরা মার্কেটে সফলভাবে ব্যবসা করছি। আটা, ময়দা সুজির ক্ষেত্রে রিটেইল মার্কেটে আমরা এক নম্বর। আমরা এতোদিন অফলাইনে ভালো অবস্থানে ছিলাম। এখন অনলাইনে এ সেবা নিয়ে এসেছি, যেটা অত্যন্ত যুগোপযোগী। বিষয়টি অত্যন্ত আনন্দের যে আমরা দারাজের সঙ্গে চুক্তিতে আসতে পেরেছি। গ্রাহকরা এখন খুব সহজেই আমাদের মানসম্মত পণ্য ঘরে বসেই অর্ডার করতে পারবেন এবং খুব অল্প সময়েই তা হাতে পেয়ে যাবেন। আমরা বিশ্বাস করি শুধু ভালো পণ্য প্রস্তুত করলেই হবে না, মানুষের কাছে তা পৌঁছেও দিতে হবে।
 
দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অব লাইফস্টাইল আনজির হোসাইন বলেন, বসুন্ধরা গ্রুপের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ পার্টনার শিপ দারাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং গ্রাহকের দেশি ব্র্যান্ডের পণ্যের চাহিদা মেটাতে সাহায্য করবে। বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ এবং দারাজ হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গ্রাহকদের জীবনযাত্রার মান বাড়াবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ এর মানবসম্পদ প্রধান ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, বিজনেস ডেভেলপমেন্টের প্রধান জেড এম আহমেদ প্রিন্স, সাপ্লাই চেইনের প্রধান আব্দুস শুকুর, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ এবং মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের জিএম বেলাল হোসাইন, দারাজের ক্যাটাগরি হেড শিহাব উদ্দীন চৌধুরী, কি-অ্যাকাউন্ট ম্যানেজার আহমেদ মুনতাসির হোসেইনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।    
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এমএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।