ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারীদের জন্য ‘দারাজ নন্দিনী’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
নারীদের জন্য ‘দারাজ নন্দিনী’ দারাজ নন্দিনী

ঢাকা: বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (daraz.com.bd) সম্প্রতি নারীদের জন্য শুরু করলো একটি বিশেষ প্রকল্প ‘দারাজ নন্দিনী’।

প্রযুক্তির মাধ্যমে নারী ক্ষমতায়ন ও ই-কমার্স বিষয়ক শিক্ষার মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

নারীদের প্রতি নিবেদিত বিশেষ এ প্রকল্পে বছরব্যাপী অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন ক্যাম্পেইন, যেখানে থাকবে বিশাল অংকের ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেল, মেগাডিল ও বাহারি সব ভাউচার।

 

রোববার (১৩ জানুয়ারি) থেকে দারাজ নন্দিনী আয়োজন করছে বিশেষ ক্যাম্পেইন ‘পাওয়ার ওমেন’, যা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।  

সাত দিনব্যাপী এ ক্যাম্পেইনে থাকছে ৭৬% পর্যন্ত মূল্যছাড়। এছাড়াও থাকছে ফ্যাশন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, স্পোর্টস অ্যান্ড আউটডোর পণ্যের উপর ফ্ল্যাশ সেল ও বিভিন্ন রকমের ডিসকাউন্ট ভাউচার।  

সিটি ব্যাংক ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত) এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশ জুড়ে ফ্রি ডেলিভারি। এছাড়াও এ ক্যাম্পেইনে  সুলভ মূল্যে নারীদের জন্য থাকবে সুজুকি ওটিভিএস এর বিশেষায়িত স্কুটার।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।