ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লাফার্জ হোলসিম-ওয়ার্টসিলার চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
লাফার্জ হোলসিম-ওয়ার্টসিলার চুক্তি চুক্তি সই অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের নেতৃস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল) ও জ্বালানি  খাতে সেবাদানকারী বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ওয়ার্টসিলার মধ্যে চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের এলএইচবিএল এর করপোরেট অফিসে এ চুক্তি সই হয়। চুক্তিতে এলএইচবিএল-এর প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং ওয়ার্টসিলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহিম নিজ নিজ পক্ষে সই করেন।

 

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর এলএইচবিএল এর সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ প্রদানের সেবা দিবে ওয়ার্টসিলা।  

চুক্তি সই অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।