ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লংকাবাংলার কার্ডে কেনা যাবে ওয়ানপ্লাস মোবাইল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
লংকাবাংলার কার্ডে কেনা যাবে ওয়ানপ্লাস মোবাইল চুক্তি সই অনুষ্ঠানে অতিথিরা, ছবি: সংগৃহীত

ঢাকা: নন আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে ওয়ানপ্লাস মোবাইল কেনার সুযোগ এসেছে। সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সব ধরনের সুদমুক্ত কিস্তি সুবিধা পাবেন গ্রাহকরা।

সম্প্রতি এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন লংকাবাংলা ফাইন্যান্সের এসইভিপি ও হেড অব রিটেইল ফাইন্যান্স খোরশেদ আলম এবং কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএম আহমেদ দিদাত।

এ চুক্তির মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ওয়ানপ্লাস মোবাইল কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব কার্ডস মিনহাজ উদ্দিন, হেড অব সেলস এবং মার্চেন্ট রিলেশনশিপ খাজা ওয়াছিউল্লাহ এবং কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনাল লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার আনিসুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।