ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন নতুন এলাকায় সহযোগিতা করবে এডিবি: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
নতুন নতুন এলাকায় সহযোগিতা করবে এডিবি: অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী/ছবি: বাংলানিউজ

ঢাকা: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা। এডিবি দীর্ঘদিন ধরে নানা প্রকল্পে সহযোগিতা করছে। সামনে আরো নতুন নতুন প্রকল্প ও নতুন এলাকায় এডিবি সহযোগিতা করবে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে শেষে মন্ত্রী এমন আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, এডিবি চায় তাদের অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তাবায়ন। আমরাও প্রকল্প বাস্তবায়ন বাড়িয়ে দিয়েছি।

তিনি আরো বলেন, এডিবির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে। আমরা আশাকরি, নতুন সরকার কাজ শুরু করেছে। এই সরকারের সময়ও তাদের সাহায্য, সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা এডিবির  সহযোগিতা পাবো।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।