ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিরপুর এক্সচেঞ্জ শপে মিলছে নতুন ইয়ামাহা বাইক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
মিরপুর এক্সচেঞ্জ শপে মিলছে নতুন ইয়ামাহা বাইক বাইক হস্তান্তর করছেন এসিআই মটরসের জেনারেল ম্যানেজার শামীম আহমেদসহ অন্যরা

ঢাকা: আরও সহজ হলো তরুণদের নতুন ইয়ামাহা বাইকে চড়ার স্বপ্ন। সম্প্রতি ইয়ামাহার প্লাটিনাম ডিলার ‘ক্রিসেন্ট এন্টারপ্রাইজ’র মিরপুর শোরুমে চালু হয়েছে মোটরসাইকেল এক্সচেঞ্জ শপ ‘ইয়ামাহা রাইডারস্ পয়েন্ট’।

এ এক্সচেঞ্জ শপের মাধ্যমে যেকোনো গ্রাহক তার অন্য ব্র্যান্ডের মোটরসাইকেল ও পুরনো ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে পারবেন। এজন্য নির্ধারিত মূল্য পরিশোধের মাধ্যমে ক্রিসেন্ট এন্টারপ্রাইজের মিরপুর শোরুম থেকে নিতে পারবেন নতুন ইয়ামাহা মোটরবাইক।

৫ ফেব্রুয়ারি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কয়েকজন গ্রাহক তাদের পুরনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করে বুঝে নিলেন নতুন ইয়ামাহা মোটরবাইক।

বাইক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এসিআই মটরসের জেনারেল ম্যানেজার শামীম আহমেদ এবং ক্রিসেন্ট এন্টারপ্রাইজ ও এসিআই মটরস্’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।