ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে ‘থাই ট্রেড ফেয়ার’ শুরু বুধবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৯, মার্চ ২৭, ২০১৯
রাজধানীতে ‘থাই ট্রেড ফেয়ার’ শুরু বুধবার থাই ট্রেড ফেয়ার

ঢাকা: বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে বুধবার (২৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ‘থাই ট্রেড ফেয়ার-২০১৯। 

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এর আগে গত রোববার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন থাই অ্যাম্বাসির মিনিস্টার কাউন্সিলর (কমার্শিয়াল) সুবসাক ড্যাংবুনরুয়াং।

 

বাংলাদেশের থাই দূতাবাস ও থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মেলায় মোট ৭৬টি প্রতিষ্ঠান অংশ নেবে। বুধবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।  মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসএমএকে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।