বৃহস্পতিবার (২৮ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, কোনো কর্মকর্তার বয়স ৬৫ বছর হলে তিনি আর কোনো পদে বহাল থাকতে পারবেন না।
এছাড়াও নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা নির্ধারণে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য বয়স ও অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গতি রেখে অবসর গ্রহণের বয়স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসই/এমজেএফ