বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান দু’টি হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৪ টাকায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ মে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল।
অন্যদিকে, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭৭ টাকায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ মে বিসিআইসি অডিটোরিয়াম ৩০-৩১ দিলকুশা, মতিঝিলে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসএমএকে/আরবি/