বৃহস্পতিবার (২৮ মার্চ) শুরু হওয়া এ অনলাইন মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বিশেষ এ অনলাইন উৎসবে আকর্ষণীয় সব ভাউচার ছাড়াও থাকছে মিস্ট্রি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেল, গ্লোবাল কালেকশনসহ মন মাতানো সব বৈশাখী ডিল।
ক্যাম্পেইনটিতে কো-স্পন্সর হিসেবে থাকছে বিশ্বের স্বনামধন্য ব্র্যান্ড ডেটল, হারপিক, ইমামি ও শাওমি। দারাজ বৈশাখী মেলায় এ ব্র্যান্ডগুলোর পণ্যের ওপর থাকবে বিশেষ মূল্যছাড়। উৎসবটিতে দারাজের সঙ্গে পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, লঙ্কা বাংলা ব্যাংক, সিটি ব্যাংক ও বিকাশ।
ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা চিন্তা করে দারাজ অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্ট এবং বিকাশ ক্যাশব্যাক অফার। দারাজ পহেলা বৈশাখ ক্যাম্পেইনে লঙ্কা বাংলা ভিসা ও মাস্টার কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (ক্যাপ: ২ হাজার টাকা), সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (ক্যাপ: ২ হাজার টাকা), ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (ক্যাপ: ১ হাজার টাকা) ও সিটি ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেনে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্যছাড় (ক্যাপ: ২ হাজার টাকা) উপভোগ করতে পারবেন ক্রেতারা।
এছাড়া দারাজে ২৭ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ২০ শতাংশ (প্রতি কাস্টমার সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত, প্রতি লেনদেন ৫০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা। ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ওএইচ/