ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ নির্বাচনে এগিয়ে রুবানা হকের প্যানেল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
বিজিএমইএ নির্বাচনে এগিয়ে রুবানা হকের প্যানেল  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবানা হক। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের রফতানি বাণিজ্যে ৮৪ শতাংশ অবদান রক্ষাকারী বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের  নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবনে সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনার নিহাদ কবির জানান, ভোট গ্রহণ সুষ্ঠু ও অশান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মোট এক হাজার ৯৫৬ ভোটের মধ্যে ১৪৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৭৬ দশমিক ২৭ শতাংশ ভোট পড়েছে।

সম্মিলিত-ফোরামের নেতা রুবান হক বলেন, ভোটাররা আনন্দঘন পরিবেশে তাদের ভোট প্রয়োগ করেছেন। আমি শতভাগ আশাবাদী, আমাদের পূর্ণ প্যানেল বিজয়ী হবে।  
এ দিকে স্বাধীনতা পরিষদের নেতা জাহাঙ্গীর আলম বলেন, আমাদের কিছু অভিযোগ থাকলেও ভোট সুষ্ঠু হয়েছে। যদিও আমাদের কোনো এজেন্ট থাকতে দেওয়া হয়নি। তবে ফলাফল যাই হোক আমরা মেনে নেবো।

সম্মিলিত-ফোরামের প্রার্থীরা হলেন- রুবানা হক, এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।  

চট্টগ্রাম অঞ্চলে এ প্যানেলের বিজয়ীরা হলেন- মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।  

এছাড়া স্বাধীনতা পরিষদের প্রার্থীরা হলেন- জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, হুমায়ুন রশিদ, রফিক হাসান, সাইফুল ইসলাম, শওকত হোসেন, খন্দকার ফরিদুল আকবর, জাহাঙ্গীর কবির, জাহিদ হাসান,শরিফুল আলম চৌধুরী, কাজী আবদুস সোবহান, জহিরুল ইসলাম, কাজী মাহয্যাবিন মমতাজ, মাহমুদ হোসাইন, হোসেন সাব্বির মাহমুদ, আয়েশা আক্তার, মো. ওয়ালীউল্লাহ এবং ওমর নাজিম হেকমত।

** বিজিএমইএ’র ভোট গ্রহণ শেষে চলছে গণনা

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।