এসিআই স্যান্ডাল সোপ নিয়ে এলো ‘বৈশাখে সোনারবরণ কন্যা’
ঢাকা: পহেলা বৈশাখ, বাংলা নতুন বছরের প্রথম দিন, বাংলাদেশের সব শ্রেণীপেশার মানুষের জন্য একটি উৎসবের প্রহর। সবার ঐক্যবদ্ধ চেতনার মাধ্যমে এই নববর্ষ উদযাপন করা হয় এবং এর প্রস্তুতি চলে চৈত্রমাসজুড়েই।
এদিন পুরো দেশ নতুন সাজে সজ্জিত হয়, যার সৌন্দর্য ফুটে উঠে রংধনুর সব রঙে। নারীরা এই উৎসবের প্রাণ আরও বাড়িয়ে তোলেন আপন সাজে।
এই আনন্দঘন দিনে উৎসবের মুহূর্তগুলো আরও সুন্দর করতে এসিআই স্যান্ডাল সোপ নিয়ে এলো ‘বৈশাখে সোনারবরণ কন্যা’, যা বছরের প্রথম প্রহরের আলোয় ফুটিয়ে তুলবে নারীদের সোনালী আভা।
নববর্ষের আলোয় তাদের সবচেয়ে উদ্ভাসিত ছবিটি এসিআই স্যান্ডাল সোপ-এর পেজে শেয়ার করে তারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।
এতে অংশগ্রহণের শেষ তারিখ ১৮ এপ্রিল (বৃহস্পতিবার)। প্রতিযোগিতার বিস্তারিত জানতে ভিজিট করুন facebook.com/acisandalsoap/ এবং ইন্সটাগ্রাম পেজ instagram.com/acisandalsoap/
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।