ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থলবন্দরে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
আখাউড়া স্থলবন্দরে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি আখাউড়া স্থলবন্দর। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের লোকসভা নির্বাচন ও পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ৫ দিন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্দরের আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে এ সময় দু' দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল)ভারতের লোকসভা নির্বাচন ও ১২ শুক্রবার (১২ এপ্রিল) সাপ্তাহিক ছুটি, শনিবার (১৩ এপ্রিল)বন্দর খোলা থাকলেও এ সময় রফতানি বন্ধ থাকবে এবং রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশে পহেলা বৈশাখ ও সোমবার (১৫ এপ্রিল) ভারতে পহেলা বৈশাখ পালন উপলক্ষে বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের আমদানি ও রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।