এরই মধ্যে এই নির্দেশনা দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়, হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাসে দেশে কার্যরত সব ব্যাংকের কার্যক্রমে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
সে অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ) ব্যাংক খোলা থাকবে।
তবে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। রোজার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে বলে ওই আদেশে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসই/এমএ