ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিড়ি শিল্পকে বাঁচানোর দাবি শ্রমিকদের

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মে ১৮, ২০১৯
বিড়ি শিল্পকে বাঁচানোর দাবি শ্রমিকদের

রংপুর: বিড়ির উপর আরোপকৃত বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়ে এ শিল্পকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন শ্রমিকরা।  

শনিবার (১৮ মে) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজিত শ্রমিক সমাবেশে এ আহ্বান জানান তারা।  

বিড়ি শ্রমিক নেতারা বলেন, ২০ লাখ বিড়ি শ্রমিকের জীবন-জীবিকা ও কর্মসংস্থান রক্ষায় এর থেকে বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করে প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি ১০০ টাকা করতে হবে।

পার্শ্ববর্তী দেশ ভারতের মতো প্রতি হাজার বিড়ির ট্যাক্স ১৪ টাকা হারে নির্ধারণ করে সরকার থেকে শ্রমিকদের সব সুযোগ-সুবিধা দিতে হবে।  

এসময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়ে তারা বলেন, সরকারি আমলাদের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিচালক হতে দেওয়া হবে না। যেকোনো ষড়যন্ত্র আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। এছাড়া সপ্তাহে ছয়দিন কাজের ব্যবস্থা করার দাবি জানান নেতারা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমন উদ্দিন বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসিকের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ১৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।