রোববার (২৩ জুন) রাজধানীর হোটেল লেকশোরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসুর মাহমুদ চৌধুরী বলেন, ওনারা (সরকারের মন্ত্রী) যেখানেই যান, সেখানেই জনগণের অংশগ্রহণ দেখতে পান।
খসরু বলেন, তাহলে ভোটাধিকারটি ফিরিয়ে দিন। জনগণকে দায়িত্ব দিন, তারা যেন সিদ্ধান্ত নিতে পারে, কারা সংসদে যাবে, কারা সরকার গঠন করবে। বাজেটের সঙ্গে জনগণের সর্ম্পক কি হবে সেটা জনগণ যেন নির্ধারণ করতে পারে। এই জিনিসটা খুবই প্রয়োজন।
সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসই/ওএইচ/