সোমবার (২৪ জুন) রাজধানীর শাহজাদপুরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান বিসিএমএ’র প্রেসিডেন্ট মো. আলমগীর কবির।
তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আয়কর ধারা সংশোধন করে সিমেন্ট খাতের বিভিন্ন মৌলিক এবং আনুষাঙ্গিক কাঁচামালসহ বিভিন্ন অ্যাডিটিভস আমদানি পর্যায়ে পাঁচ শতাংশ এআইটি চূড়ান্ত করদায় হিসাবে বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আলমগীর কবির আরও বলেন, প্রস্তাবিত বাজেটে যে কর আরোপ করা হয়েছে তা বহাল থাকলে সিমেন্টের দাম বাড়বে। ফলে এসব বড় প্রকল্পের ব্যয়ও বাড়বে। অর্থাৎ শুধুমাত্র ৫ শতাংশ অগ্রিম কর আরোপের কারণে সিমেন্ট শিল্পের পাশাপাশি আবাসন খাত এবং সরকারের বড় প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়বে।
এজন্য কাঁচামাল আমদানিতে পাঁচ শতাংশ এআইটি চূড়ান্ত করদায় হিসাবে বিবেচনা প্রত্যাহার পূর্বক আগের নিয়মে সমন্বয় করার নিয়ম বহাল রাখা, স্থানীয় সরবরাহ পর্যায়ে তিন শতাংশ উৎসে কর্তনপূর্বক করদায় বিবেচনা না করে সমন্বয়যোগ্য আয়কর হিসাবে বিবেচনা করা এবং ওই শিল্পের যাবতীয় কাঁচামাল আমদানিতে প্রদেয় পাঁচ শতাংশ আগাম কর প্রত্যাহার করার দাবি জানান বিসিএমএ প্রেসিডেন্ট।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসই/এনটি