মঙ্গলবার (২৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি বছরের ১৬ মে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালা জারি করা হয়েছিলো।
পরবর্তীতে সেই স্থিতাবস্থার নির্দেশনার মেয়াদ আরো দুই মাস বৃদ্ধি করেছে হাইকোর্ট ডিভিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া দিয়েছে।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৯
এসই/আরবি/