বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর হোটেল আমারিতে বিশ্ব ব্যাংকের উদ্যোগে ‘স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতির মূল্যায়ন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থনীতিবিদরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, বিশ্ব ব্যাংকের এ প্রতিবেদন অত্যন্ত চমৎকার।
তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই টেকসই উন্নয়ন হয়। কিন্তু আমাদের দেশে স্থানীয় সরকার ব্যবস্থা শতভাগ কার্যকর নয়। দেখা গেছে, কেন্দ্রীয় সরকারই ৯০ শতাংশ উন্নয়ন কাজ করে থাকে। বাকি ১০ শতাংশ কাজ করে স্থানীয় সরকার। এছাড়া স্থানীয় সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের উপরই নির্ভরশীল।
বিশ্ব ব্যাংক পর্ষদের প্র্যাক্টিস ম্যানেজার জর্জ আতা লারবির সভাপতিত্বে ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস প্রেসিডেন্ট ড. সাদিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতির মূল্যায়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সংস্থা পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর।
ড. আহসান মনসুর বলেন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা স্থানীয় সরকারই দেওয়ার কথা। কিন্তু তারা সেটা দিতে পারছে না। সেই ক্ষেত্রে লোকবল সংকটও একটি কারণ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য অন্তত ৩ জন লোক নিয়োগ দিতে হবে। যারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে। কিভাবে কেন্দ্রীয় সরকারের অর্থ সুষ্ঠুভাবে কাজে লাগানো যায়- এ ব্যাপারেও তারাই পরিকল্পনা দেবে।
তিনি বলেন, স্থানীয় সরকারের সব উপজেলাতেই সমান বরাদ্দ দেওয়া উচিৎ। কিন্তু দেখা যায়, রাজনৈতিকভাবে প্রভাবশালীরা তাদের উপজেলায় বেশি বরাদ্দ নেয়। এটির পরিবর্তন করা প্রয়োজন।
সুষম উন্নয়ন করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সরকারের সদিচ্ছা। দ্বিতীয়ত জনগণকে সম্পৃক্ত করা, সক্ষমতা বাড়ানো ও অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা।
স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সরকারকে ইতোমধ্যে বেশ কিছু প্রস্তাবনাও দেওয়া হয়েছে বলে জানান এ অর্থনীতিবিদ।
এছাড়া অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন এশিয়া উন্নয়ন ব্যাংকের (দক্ষিণ এশিয়া) মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম রোকসানা কাদের এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দান্দান চেন।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
টিএম/এসএ