বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশ: অভিন্ন সত্তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমদ বলেন, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু মুক্ত হয়ে লাহোর থেকে লন্ডনে যান। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি দেশে যাবেন, আপনার দেশ তো বিধ্বস্ত, কিছুই তো নাই। আপনি কি করবেন? বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, আমার মাটি যদি থাকে, মানুষ যদি থাকে, তাহলে ওই ধ্বংসস্তূপ থেকেই দেশকে আমি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শস্যশ্যামল বাংলাদেশ গড়ে তুলবো।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিলেও দারিদ্র্য নির্মূল করতে পারেন নি। তার কন্যা শেখ হাসিনার হাতে এখন দেশের পতাকা। সেই কাজটিই এখন তিনি করে যাচ্ছেন। তার চেষ্টায় বাংলাদেশ আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে রোল মডেল।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, স্বাধীনতার পর বাজেট ছিল ৭৮৭ কোটি টাকা। আর এ বছর আমরা বাজেট ঘোষণা করেছি ৫ লাখ ২৩ হাজার ১শ’৯০ কোটি টাকা। কোথা থেকে কোথায়। ৩০০ মিলিয়ন ডলার ছিল আমাদের রফতানি আয়। এখন তা ৪১ বিলিয়ন ছাড়িয়েছে। মাথাপিছু আয় ছিল ৭০ ডলার এখন তা ২ হাজার ছাড়িয়েছে। ২০৩০ সালের মধ্যে আমরা ২৯ তম ও ২০৫০ সালের মধ্যে আমরা হবো ২৩তম অর্থনৈতিক দেশ।
২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। আর ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। এই দু’টি বছরকে সামনে রেখে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সচিব নাছির উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এমএমআই/এইচএডি