ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটে গার্মেন্টস শ্রমিকদের বরাদ্দের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
বাজেটে গার্মেন্টস শ্রমিকদের বরাদ্দের দাবি

ঢাকা: দেশের ৮৪ শতাংশ রপ্তানি আয় আসে তৈরি পোশাক খাত থেকে। অথচ এ খাতের শ্রমিকরা নানা কারণে অবহেলিত। কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নেই, পর্যাপ্ত বেতন সুবিধাও পায় না তারা। 

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ৫ কোটি ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এখানে শ্রমিকদের জন্য কিছু নেই।

বাজেটে এ খাতের শ্রমিকদের জন্য অবিলম্বে একটা বরাদ্দ দেওয়া হোক।

শুক্রবার (২৮ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ আয়োজিত ‘জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য বরাদ্দ, রেশনিং-আবাসন সুবিধা প্রদান’ শীর্ষক লাল পতাকা র‌্যালি ও সমাবেশে এসব দাবি করেন টেক্সটাইল গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন।

তিনি বলেন, দেশের এখন কেউ নিরাপদ না, তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নারীরা। তারা কর্মক্ষেত্রে যেমন নিরাপত্তাহীনতায় থাকেন, তেমন চলার পথেও একই অবস্থা তৈরি হয়। আজ দেশের ৮৪ শতাংশ রপ্তানি আয় যাদের মাধ্যমে আসে, সেই গার্মেন্টস শ্রমিকদের জন্য বাজেটে কোনো ছিটেফোঁটা রাখা হয়নি। বাজেট চূড়ান্ত হওয়ার আগেই আমরা চাই, তাদের জন্য একটা বরাদ্দ রাখা হোক।

আবুল হোসাইন বলেন, সব চাকরির নিরাপত্তা থাকলেও গার্মেন্টেসে কোনো নিরাপত্তা নেই। আমরা এই পরিস্থিতির উত্তরণ চাই। পাশাপাশি শ্রমিকদের জন্য আবাসন, রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানাই। একইসঙ্গে শিল্প অঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে আহ্বান জানাই।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- শ্রমিক নেত্রী সুলতানা বেগম, রোকসানা, শামীমা, শ্রমিক নেতা ইলিয়াস, গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।