ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশে এখন সমন্বিত উন্নয়ন হচ্ছে: শিল্পমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
দেশে এখন সমন্বিত উন্নয়ন হচ্ছে: শিল্পমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দেশ বর্তমানে কোনো একটি নির্দিষ্ট দিক থেকে নয়, বরং কৃষি-শিল্প-ক্রীড়া-সংস্কৃতিসহ সব ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশ আজকের জায়গায় আসতে আমাদের অনেক পথ হাঁটতে হয়েছে।

আমাদের দেশ বর্তমানে খুবই সম্ভাবনাময়। বর্তমানে দেশের উন্নয়নের যে গতি, তা আর থামা বা পেছানো সম্ভব নয়। দেশে এখন সমন্বিত উন্নয়ন হচ্ছে।

শেখ কামাল সম্পর্কে তিনি বলেন, আমরা খুবই ভালো বন্ধু ছিলাম। শেখ কামালের সঙ্গে যার কথা হতো, সকলেই তার বন্ধু হয়ে যেতো। এমনকি একটা গ্রামের ছেলের সঙ্গে প্রথম দেখা হলেও। ৬৯’র গণঅভ্যুত্থানের নায়ক হলো শেখ কামাল। তিনি ছিলেন বহুমাত্রিক।

এসময় বঙ্গবন্ধু পরিবারকে একটি ইনিস্টিটিউটের সঙ্গে তুলনা করে তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার একটি ইনস্টিটিউশন। এর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

অনুষ্ঠানের আয়োজক সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, বীর প্রতীক মেজর জেনারেল সাঈদ আহমদ ও ক্রীড়া ব্যক্তিত্ব ফয়সাল আসাদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।