রোববার (২৫ আগস্ট) দুপুরে নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ঘোষিত বাজেটে এবার আয়ের সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরে সিসিকের বাজেট ছিল ৭৪৮ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা। এবার বাজেটের আকার বেড়েছে ৪০ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে সিসিক মেয়র বলেন, নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নগরের উন্নয়নে এ বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট বাস্তবায়নো তিনি নগরবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।
এবারের বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো- হোল্ডিং ট্যাক্সবাবদ ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার, স্থাবর সম্পত্তি হস্তান্তর করবাবদ ৮ কোটি, ইমারত নির্মাণ ও পুননির্মাণ করবাবদ ২ কোটি এবং পেশা ও ব্যবসাবাবদ কর ৬ কোটি ৫০ লাখ টাকা।
এ ছাড়া বিজ্ঞাপন কর, মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তন ফি ও নবায়ন, ঠিকাদার তালিকাভুক্ত ও নবায়ন, বাস টার্মিনাল ও খেয়াঘাট ইজারা, সিসিকের সম্পত্তি ভাড়াসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য পরিমাণ আয় ধরা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এনইউ/এইচজে/ওএইচ/