মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এমটিবির স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে সেবাটি আনার ঘোষণা দেওয়া হয়।
এমটিবির এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড রকিবুল হাসান চৌধুরী বলেন, চাহিদার উপর নির্ভর করে গ্রাহকরা ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
তিনি আরও বলেন, এসএমই গ্রাহকরা ব্যবসা সম্প্রসারণ, বাণিজ্যিক স্থান ক্রয়, বাণিজ্যিক স্থান নির্মাণ, বাণিজ্যিক স্থানের সংস্করণ ও পুনর্গঠন ঋণসেবা নিতে পারবেন।
অনুষ্ঠানে এমটিবির পরিচালক ও সাবেক চেয়ারম্যান এম এ রউফ জেপি বলেন, এ ধরনের একটি ঋণসেবা চালু করার জন্য এমটিবিকে অভিনন্দন।
বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভিরুল হক প্রবাল বলেন, নতুন এই ঋণসেবাটি চালু করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এতে আবাসন খাতের ব্যবসায়ীরা উপকৃত হবেন।
রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী বলেন, আবাসন ব্যবসায়ীদের জন্য অনেক উপকার হবে যদি সুদের হার কম হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসই/আরবি/