শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে উল্লেখ করা হয়, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকার মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো যৌথভাবে প্রিজন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের (পিডিএমএস) উদ্বোধন করেছেন।
এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, নিরাপত্তা নিশ্চিত করা একটি চলমান প্রক্রিয়া। কোনো বিস্তৃত নিরাপত্তা কৌশলের মূল স্তম্ভ হচ্ছে মানবাধিকার ও পুনর্বাসন। পিডিএমএস বাংলাদেশের কারাগারগুলোকে আরও ভালোভাবে মুক্তিপ্রাপ্ত বন্দিদের গতিবিধি অনুসরণ ও পুনর্বাসনে সহায়তা করবে। এতে করে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ওই ব্যক্তিরা সমাজের দায়িত্বশীল সদস্য হয়ে উঠবেন।
মার্কিন রাষ্ট্রদূত এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করার জন্য জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের (ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশকে বেসামরিক নিরাপত্তা সহায়তা হিসেবে চার কোটি ১০ লাখ ডলারের বেশি (৩৪৪ দশমিক ৪ কোটি টাকা) অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে বাংলাদেশকে সাহায্য করা এ সহায়তার লক্ষ্য।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
টিআর/টিএ