মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গঠিত টিমগুলো বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পাট কেনা মনিটরিং করবে।
জানানো হয়, এসব টিম পাট কেনাকালীন মৌসুমে প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে ক্রয়কেন্দ্র পরিদর্শন করবে। দৈনিক পাট কেনা সংক্রান্ত তথ্যাদি (পরিমাণ ,গ্রেড, দর, মিলে সরবরাহের পরিমাণ) সংগ্রহ ও মিনটরিং করবে। পাট ক্রয়কেন্দ্রের সাপ্তাহিক প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। পাট ক্রয়কেন্দ্র সংক্রান্ত কোনো অনিয়ম/সমস্যা দেখা দিলে, তা সমাধানের জন্য ক্রয়কেন্দ্রে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের সার্বিক নির্দেশনা দেওয়া হবে। প্রয়োজনে মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করবেন।
বিজেএমসি প্রতিবছর নিজস্ব ক্রয়কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্যমূল্যে পাট কেনা নিশ্চিত করে। গত মৌসুমে বিজেএমসি ৯৮টি ক্রয়কেন্দ্রের মাধ্যমে পাট কেনার কাজ সম্পন্ন করে। এ বছর বিজেএমসি ৫৭টি ক্রয়কেন্দ্রের মাধ্যমে পাট কেনা পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
জিসিজি/টিএ