ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০২১ সালে মোংলা বিশ্বের অন্যতম বন্দর হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
২০২১ সালে মোংলা বিশ্বের অন্যতম বন্দর হবে

বাগেরহাট: নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২১ সালে মোংলা বিশ্বের অন্যতম বন্দরে পরিণত হবে। সে লক্ষে সরকার ও বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব কার্যক্রম বাস্তবায়ন করছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের উন্নয়ন কাজ শুরু করেন।

কিন্তু মাঝের দিকে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকার কারণে তখনকার ক্ষমতাসীনরা বন্দরের কোনো উন্নয়ন করেনি। যার ফলে বন্দরটি অবহেলিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে বন্দরের দিকে নজর দিয়েছে। যার ফলে বন্দরে জাহাজ আগমন ও নির্গমন বৃদ্ধি পায়। বর্তমানে বন্দরে যেসব ছোট-খাট সমস্যা রয়েছে অতিদ্রুত সেসব সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, সংসদ সদস্য ডা. মোজ্জাম্মেল হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার  লোকমান হোসেন মিয়া, কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন এম মিনারুল হক, বারবিডার সভাপতি আবদুল হক, খুলনা চেম্বারের সহসভাপতি মোস্তফা জেসান ভূট্টো, নৌ-পরিবহন মালিক সমিতির মহাসচিব পল্টু খানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। সভার শুরুতে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোজ্জাম্মেল হক বন্দরের চলমান সব প্রয়োজনীয় প্রকল্প ও ইকুপমেন্ট সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

বাংলাদেশ সময়: ৪১৭১ ঘণ্টা,  সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।