ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিউইয়র্ক চেম্বার সিইও-এফবিসিসিআই সভাপতির সাক্ষাৎ  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
নিউইয়র্ক চেম্বার সিইও-এফবিসিসিআই সভাপতির সাক্ষাৎ  

ঢাকা: যুক্তরাষ্ট্রে গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জাফির’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে বাংলাদেশী ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল এ সাক্ষাৎপর্বে অংশ নেয়।  

এ সময় এফবিসিসিআই সহ-সভাপতি মো. রেজাউল করিম রেজনু, পরিচালক সুজিব রঞ্জন দাস, নাজ ফারহানা আহমেদ, সাবেক পরিচালক খায়রুল হুদা চপল ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক হেলেনা ন্যাট উপস্থিত ছিলেন।

একইদিনে নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যালায়েন্স নেতাদের সঙ্গে এক ব্যবসা সম্মেলনেও মিলিত হন এফবিসিসিআই নেতারা।  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এফবিসিসিআই নেতারা। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও বৈঠক করছেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।