ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রোববার বেনাপোল হয়ে ভারতে যাচ্ছে ২৪ মেট্রিক টন ইলিশ   

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
রোববার বেনাপোল হয়ে ভারতে যাচ্ছে ২৪ মেট্রিক টন ইলিশ    ইলিশ মাছ

বেনাপোল(যশোর):  দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়া ৫০০ মেট্রিক টন ইলিশের প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর হয়ে ভারতে রপ্তানি হবে। 

রোববার (২৯ সেপ্টেম্বর)  প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হবে। প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়েছে।

 শুল্ক মুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।   

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে ব্যবসায়ী সৈয়দ মহিতুল হক রুবাই জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে  ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ অক্টোবরের  মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান রপ্তানির নির্দেশনা রয়েছে।  
 
পদ্মার ইলিশ কলকাতার পশ্চিম বাংলার মানুষের কাছে খুব প্রিয়। দেশে ইলিশের উৎপাদন সংকট থাকায় ২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

জানা যায়, ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের অ্যাকুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানি কারক ও সিঅ্যান্ডএফ হচ্ছে ভারতের কলকাতার হাওড়ার  নাজ এমপেক্স প্রাইভেট লিমিটেড।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘন্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আরকেআর/এসআইএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।