খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে বৃহৎ আকারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরু পালন এটিই প্রথম।
লৌহজং উপজেলার সাতঘরিয়া গ্রাম।
এগুলোর জন্য উপযোগী ফ্যান, পায়ে যেন কোনো রোগ আক্রমণ না করে এজন্য বিদেশ থেকে আনা হয়েছে আরামদায়ক কার্পেট। জন্মের পর থেকে বাছুরকে রাখা হয় আলাদা প্লাটফর্মে। এছাড়া গর্ভবতী গরুদেরও রাখা হয় আলাদা জায়গায়।
প্রথমে এ খামারে অস্ট্রেলিয়া ও ফ্রান্স থেকে খাবার নিয়ে আসা হতো। কিন্তু এখন খাবার দেশীয় পদ্ধতিতে খামারেই প্রস্তুত করা হয়। খামারে রয়েছেন দুইজন পশু চিকিৎসক। প্রতিদিন গরুর স্বাস্থ্য পরীক্ষাসহ নানা বিষয় দেখে থাকেন তারা।
জানা যায়, প্রযুক্তি নির্ভর এ খামারে অসুস্থ গরু চিহ্নিত করার ব্যবস্থা রয়েছে। গরুর পুষ্টি চাহিদা পূরণ হয়েছে কিনা তাও জানা যাবে। রয়েছে ‘মিলকিং পার্লার’। যেখানে মেশিনের মাধ্যমে একসঙ্গে ২৪টি গরুর দুধ দোহন করা যায়। যা বাংলাদেশের মধ্যে প্রথম বলে জানা গেছে।
খামার সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে দুগ্ধ শিল্পের বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে এ খামারটি। দশ বছরের মধ্যে এটি এক অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছাবে। খামার সংশ্লিষ্ট প্রতিদিনের সব তথ্য কম্পিউটারাইজড করা হচ্ছে। যদিও প্রাথমিক ধাপে বিদেশ থেকে গরু আনার ক্ষেত্রে সহায়তা পাওয়া যায়নি। তবে, এটি চালুর পর সংশ্লিষ্ট দপ্তর সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ফার্ম চালুর প্রায় ৮ মাসের মাথায় ২০১৮ সালের মে মাসে গরু আনা হয়। প্রথমদিকে ফ্রান্স থেকে ঘাস আনা হতো। আর নেদারল্যান্ডস থেকে আনা হতো গরুর খাবার। কিন্তু এখন ফার্মেই খাবার প্রস্তুত করা হয়। এখানে তৈরি সাইলেজ এবং দানাদার খাবার খাওয়ানো হয়।
খামারের সার্বিক বিষয় দেখভাল করেন গ্লোব ডেইরি ফার্মস লিমিটেডের সদস্য ও ‘ডাচ ডেইরি ফার্ম’ এর পরিচালক মো. গিয়াস আহম্মদ। ১৮-১৯ বছর ধরে ডেইরি ফার্ম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তিনি। ইংল্যান্ড ও আমেরিকা থেকে কৃষি বিভাগে পড়াশোনা শেষে নেদারল্যান্ডসে প্রশিক্ষণ নিয়েছেন। দেশের বিভিন্ন ডেইরি ফার্মের পরামর্শক ও সরকারি ফার্মের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
বাংলানিউজকে তিনি জানান, খামারে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় এক হাজারেরও বেশি গরু রয়েছে। খামারে গরুগুলোর জন্য আছে ‘কাও ম্যাট্রেস’। এটা দেখতে কার্পেটের মতো। এখানে গরু চলাফেরা করতে ব্যথা অনুভব করে না। ঘুমাতে সুবিধা হয়। পায়ে কোনো রোগব্যাধি দেখা দেয় না। ২৪টি গরু থেকে একসঙ্গে দুধ সংগ্রহ করা যায় আধুনিক মিলকিং পার্লারের মাধ্যমে। গরুদের বাসস্থানে বাতাস নিয়ন্ত্রণ করা হয়। গরুর শরীরে যেন ঠিকমতো বাতাস লাগে তাও নিয়ন্ত্রণ হয় আধুনিক ফ্যান দ্বারা। গরুর বাছুরের খাবার তালিকায় দুধ না রেখে পর্যাপ্ত ডেনকাভিট মিল্ক রিপ্লেসার খাওয়ানো হয়। এটি নেদারল্যান্ডস থেকে আনা হয়। বাছুরকে ১২ সপ্তাহ ধরে এ খাবারটি দেওয়া হয়। জন্মের পর থেকেই আলাদাভাবে রাখা হয় বাছুরকে। গরুর জন্য সার্বক্ষণিক পর্যাপ্ত খাবার দেওয়া হয়ে থাকে।
তিনি আরও জানান, ২৪ কেজি ড্রাই ম্যাটার (সলিড খাবার) খাওয়ানো হয়। সলিড খাবার বলতে, যেসব খাবার দেওয়া হয় সেখান থেকে পানি সরিয়ে ফেলা হয়। যেমন- যে কোনো ঘাসে পানি থাকে ৭০-৮০ শতাংশ। এ খামারের গরুগুলো প্রচুর পরিমাণে ঘাস ও ৮০-৯০ লিটার পানি খেয়ে থাকে। গরুগুলো প্রতিবছর সাত হাজার লিটার দুধ দিয়ে থাকে। খামারে সফটওয়্যারের মাধ্যমে অসুস্থ গরু চিহ্নিত করার ব্যবস্থাও আছে।
তিনি বলেন, বাংলাদেশে একটি ভুল ধারণা ছিল। এটা হলো- দেশে বিদেশি গরু বাঁচবে না। আমিই প্রথম এ ধারণাকে মিথ্যা প্রমাণিত করেছি। বলতে গেলে সব গরুকে বাঁচিয়েছি। বিদেশ থেকে আনা এসব গরু থেকে বেশি পরিমাণে দুধ পাওয়া যায় না। এরকম একটা ধারণাও ছিল। এ ধারণাটিও পাল্টে গেছে। বর্তমানে বাংলাদেশের অনেক ফার্মের পরামর্শক হিসেবে আছি আমি। বাংলাদেশে গরু পালন করে এমন বহু খামার আছে। কিন্তু কমার্শিয়াল ফার্ম বলতে যা বোঝায় এক্ষেত্রে আমাদেরটিই প্রথম। হাইব্রিড গরু কীভাবে লালন-পালন করতে হবে এ ব্যাপারে কারও অভিজ্ঞতা ছিল না। এখন আমরাই এ ব্যাপারটাতে চেষ্টা করে সাফল্য পেয়েছি। ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়াচ্ছি। এখানে ব্রিডিং ফার্ম করা হবে। ডাচ ডেইরি লিমিটেড এ ফার্মটির পরিচালক। এই ফার্মটি দেখে অনেকেই আসছেন পরামর্শ নেওয়ার জন্য।
খামার সূত্রে জানা যায়, খামারে ফ্রিজিয়ান গরুগুলো থেকে প্রতিদিন গড়ে ১৩০০ থেকে ১৪০০ লিটার দুধ সংগ্রহ করা হয়ে থাকে। বর্তমানে দুধ দেওয়ার মতো উপযুক্ত গরু ফার্মে রয়েছে ৫৯টি।
প্রাথমিকভাবে বিদেশ থেকে আনা হয়েছিল ৬০টি গরু। এছাড়াও খামারে রয়েছে দেশীয় বিভিন্ন জাতের গরু। মিল্কভিটা, রস মিষ্টান্ন ভান্ডার, স্থানীয় ও ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান খামার থেকে দুধ সংগ্রহ করে।
খামারে ১২২টি অস্ট্রেলিয়ান ও গরু ২৭৮টি ষাড় আছে, এছাড়া দেশী বিদেশি মিলিয়ে ২৯৬টি ছাগল, ভেড়া-৩৯০টি আছে।
ব্যাপকভাবে হলস্টেইন ফ্রিজিয়ান গরু আনার ক্ষেত্রে দেশে এটিই প্রথম। খামারে দুই হাজার গরু আনার পরিকল্পনা আছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এইচএডি/