ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন নতুন শ্রমবাজার খুলতে উদ্যোগ নেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
নতুন নতুন শ্রমবাজার খুলতে উদ্যোগ নেওয়া হবে

ঢাকা: নতুন নতুন শ্রমবাজার খুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. সেলিম রেজা। একইসঙ্গে এই মন্ত্রণালয়কে একটি অত্যাধুনিক, গতিশীল ও সম্পূর্ণ ডিজিটাল মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।

সেলিম রেজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার অনুযায়ী, প্রতিবছর প্রতি উপজেলা থেকে এক হাজার নারীকর্মী বিদেশে কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন, মো. নাজীবুল ইসলাম, সাবিহা পারভীন, যুগ্ম সচিব শহীদুল আলম, নাসরীন জাহান, মো. জাহাঙ্গীর আলম, মো. মোশাররফ হোসেনসহ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।