 সোনার বাংলা ইনস্যুরেন্স
                                                    সোনার বাংলা ইনস্যুরেন্স
                                             
                
                                    ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনার বাংলা ইনস্যুরেন্সের কাছে তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। 
                                
                    বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 
গত ২২ সেপ্টেম্বর সোনার বাংলা ইনস্যুরেন্সের শেয়ার দর ছিল ২৭ দশমিক ৮০ টাকা।                     
                     ১ অক্টোবর তা বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৬০ টাকায়।  মাত্র সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৮০ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।                                         
কোম্পানিটির শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।  এর কারণ জানাতে প্রতিষ্ঠানটিকে নোটিশও দেওয়া হয়।  নোটিশের জবাবে তারা গত বুধবার (২ অক্টোবর) ডিএসই’কে জানিয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। 
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসএমএকে/একে
                                         
                
             
                
            
            
                
                    বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।