 হোন্ডার মোটরসাইকেল কারখানা পরিদর্শন করেন অর্থমন্ত্রী। ছবি: বাংলানিউজ
                                                    হোন্ডার মোটরসাইকেল কারখানা পরিদর্শন করেন অর্থমন্ত্রী। ছবি: বাংলানিউজ
                                             
                
                                    ঢাকা: দেশে ১০০টি ইকোনমিক জোন হবে। এসব ইকোনোমিক জোনে সরকার অল আউট সাপোর্ট দেবে। আর এসব ইকোনোমিক জোনের সুযোগ নিতে হোন্ডার মতো অন্য বিদেশি কোম্পানিকে বাংলাদেশে মোটরসাইকেল তৈরির আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
                                
                    শনিবার (৫ অক্টোবর) কুমিল্লায় আব্দুল মুনায়েম ইকোনমিক জোনে হোন্ডা মোটরসাইকেল কারখানা পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।  
মন্ত্রী বলেন, দিন দিন দেশে মোটরসাইকেলের চাহিদা বাড়বে।                     
                     হোন্ডা কম সময়ে উৎপাদনে এসেছে।  দেশে মোটরসাইকেলের চাহিদা বাড়ছে, হোন্ডার মতো অন্য কোম্পানি দেশে আসতে পারে।                                          এসব ক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা দেবে। 
‘দেশে মোটরসাইকেলের ডিমান্ড (চাহিদা) অনেক বেশি।  দেশে সার্ভিস লেন হবে তখন ডিমান্ড আরও বাড়বে। ’
হোন্ডা কর্তৃপক্ষের উদ্দেশে মন্ত্রী বলেন, কেউ একটা মোটরসাইকেল কিনলে তাদের দুইটা হেলমেট ফ্রি দেবেন।  যেন চালক ও যাত্রীরা নিরাপদে বাইক চালাতে পারে। 
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমআইএস/এইচএডি
                                         
                
             
                
            
            
                
                    বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।