এসিআই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করে এবং কর্তৃপক্ষের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন ও নতুন নতুন আইডিয়া শেয়ার করছে। গ্রাহকদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করে নিত্যনতুন বিভিন্ন অফার ও সেবা দিয়ে আস্থা অর্জনে সমর্থ হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) এ কর্মশালার উদ্বোধন করেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এসময় এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তৃতীয়বারের মত আয়োজিত এ কর্মশালা মাসের প্রতি শুক্র ও শনিবার, তেজগাঁওয়ে অবস্থিত বিজি প্রেস স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এখানে মোটরসাইকেল চালনায় আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালায় নারী ও পুরুষ উভয়ই অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। নারীদের জন্য রয়েছে আলাদা নারী প্রশিক্ষক।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ামাহা রাইডিং একাডেমি, জাপানের প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
আরবি/