ঢাকা: অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামকে তিন বছরের জন্য বাংলাদেশে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামকে তিন বছর মেয়াদে বাংলাদেশে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
অভোগকৃত অবসরোত্তর ছুটি স্থগিত বা বাতিলের শর্তে প্রতিযোগিতা আইন ২০১২ সালের ২৩ নং আইনের ধারা ৭ এর উপধারা ২ অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হিসাবে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদার ও বেতনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
জিসিজি/জেডএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।