ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘প্রাণ আপ’ ক্যাম্পেইনের বিজয়ীদের সঙ্গে অপূর্ব-মেহেজাবিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
‘প্রাণ আপ’ ক্যাম্পেইনের বিজয়ীদের সঙ্গে অপূর্ব-মেহেজাবিন ‘প্রাণ আপ’ ক্যাম্পেইনের বিজয়ীদের সঙ্গে অপূর্ব-মেহেজাবিন

ঢাকা: দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ‘প্রাণ আপ’ এর তিনটি ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রাণ বেভারেজ লিমিটেড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত শনিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে একটি হোটেলে গত সেপ্টেম্বর ও চলতি মাসের অক্টোবরের ‘প্রাণ আপ’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

এদিন, প্রাণ আপ এর ‘ওপেন আপ উইদ সেলিব্রিটি’ ক্যাম্পেইনের বিজয়ীদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেন জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও মেহেজাবিন চৌধুরী। এ সময় বিজয়ীরা দুই প্রিয় তারকাকে কাছে পেয়ে নিজেদের ভালো লাগা শেয়ার করাসহ সেলফিতে মেতে উঠেন।   

অপূর্ব ও মেহেজাবিন বলেন, ‘আমরা ফ্যানদের সঙ্গে সামনা-সামনি কথা বলতে পেরে আনন্দিত। এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য প্রাণ আপকে ধন্যবাদ জানাই। ’
 
অনুষ্ঠানে প্রাণ আপের ‘হ্যাপি ফ্যামিলি’ ক্যাম্পেইনের তিন বিজয়ী ও ‘প্রাণ আপ নেক্সট স্টার’ ক্যাম্পেইনের চার বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে হ্যাপি ফ্যামিলি ক্যাম্পেইনের তিন বিজয়ী ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে পরিবারের চার সদস্য নিয়ে কক্সবাজারে তিনদিন দুই রাত থাকার সুযোগ পাচ্ছেন।  

প্রাণ বেভারেজ লিমিটেড এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘প্রাণ সব সময় পণ্য উৎপাদনে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলে। সে কারণে ভোক্তাদের ভালোবাসায় ‘প্রাণ আপ’ এখন অন্যতম শীর্ষ স্থানীয় বেভারেজ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ’

এ সময় উপস্থিত ছিলেন প্রাণ আপের হেড অব মার্কেটিং আতিকুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম ও অভিনেতা রাশেদ সীমান্ত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।