ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

ঢাকা: ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক ১৩তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ের উদ্যোগে আয়োজিত ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক ১৩তম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন ড. মো. সেলিম উদ্দিন।

এছাড়াও অধিবেশন চেয়ারম্যান হিসেবে তিনি ‘ম্যাটেরিয়াল ফ্লো কস্ট অ্যাকাউন্টিং ইন এসএমইস: দি রোড টু এনভায়রনমেন্টাল সাসটেইন্যাবিলিটি’; ভলানটারি এনভায়রনমেন্টাল অ্যান্ড সাসটেইন্যাবিলিটি ডিসক্লোজার অব ফার্মস্: অ্যা কমপারেটিভ স্টাডি অন সিলেকটেড এশিয়ান কানট্রিজ’ এবং ‘ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন দ্যা ইকনোমিক গ্রোথ” শীর্ষক প্রবন্ধগুলোর ওপর আলোকপাত করেন।  

এ সম্মেলনে স্থানীদের পাশাপাশি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের গবেষকরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।