ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃহস্পতিবার শুরু আন্তর্জাতিক চামড়াজাত পণ্যের মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বৃহস্পতিবার শুরু আন্তর্জাতিক চামড়াজাত পণ্যের মেলা বিআইসিসিতে লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক চামড়াজাত পণ্যের মেলা ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস’। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হবে সর্ববৃহৎ এই ফুটওয়্যার এক্সপো।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আন্তর্জাতিক এই মেলার আয়োজন করেছে।

 বিআইসিসিতে লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো।  ছবি: জিএম মুজিবুর

মেলায় হংকং, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নেবেন।

আয়োজকরা জানান, বাংলাদেশের চামড়াজাত পণ্য বিশ্বের বড় বড় ক্রেতা ও ব্র্যান্ড প্রতিনিধিদের কাছে তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে। মাত্র ছয়টি পণ্য থেকে বাংলাদেশের ৯৩ শতাংশ রপ্তানি আয় আসে। এ পরিস্থিতিতে রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করতে সরকার চামড়া ও চামড়াজাত পণ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে। তারই ধারাবাহিকতায় এই সোর্সিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ইএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।