ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ইউক্যাশে’ রংপুর রেঞ্জ পুলিশের ট্রাফিক ফাইন পেমেন্ট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
‘ইউক্যাশে’ রংপুর রেঞ্জ পুলিশের ট্রাফিক ফাইন পেমেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং রংপুর রেঞ্জ পুলিশের আওতাধীন রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা পুলিশের মধ্যে ট্রাফিক কেস ফাইন পেমেন্ট পরিশোধ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী এখন থেকে ইউসিবি’র মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ‘ইউক্যাশ’ এর নিকটস্থ যেকোনো এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ‘ইউক্যাশ’ অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে।

ইউসিবিএল’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এমএফএস এ টি এম তাহমিদুজ্জামান এবং রংপুর রেঞ্জ পুলিশের আওতাধীন সাত জেলার পুলিশ সুপাররা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ছাড়াও উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।