মঙ্গলবার (১২ নভেম্বর) ভেসলিনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার (১০ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটিতে জনপ্রিয় অভিনেত্রী ও ভেসলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিপাশা হায়াত এ প্রকল্পের উদ্বোধন করেন।
দেশের সুবিধাবঞ্চিতদের শীতে ত্বকের সুরক্ষা নিশ্চিত করতে চার বছর থেকে বিনামূল্যে পেট্রোলিয়াম জেলি দিয়ে আসছে ভেসলিন। এবছর তিন লাখের বেশি সুবিধাবঞ্চিত মানুষের কাছে ভেসলিন ও ত্বকের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপাশা হায়াত ছাড়াও ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে স্কিন কেয়ার বিভাগের ক্যাটাগরি হেড নুরুল মনোয়ারসহ সংশ্লিষ্ট বিভাগের অন্য কর্মকর্তারা।
বিপাশা হায়াত বলেন, আগের বছরগুলোতে ভেসলিনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সুবাদে খুব কাছ থেকে সুবিধাবঞ্চিত মানুষের শীতকালীন সমস্যাগুলো দেখার সুযোগ হয়েছে। ভেসলিন হিলিং প্রজেক্টের উদ্যোগের সঙ্গে থেকে আমাদের দেশের মানুষের জন্য কিছু করতে পেরে আমি গর্বিত। ’
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এবি/এএটি