ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
ফেনীতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

ফেনী: ফেনীতে চার দিনব্যাপী আয়কর মেলা শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, পায়রা উড়িয়ে ও কেক কেটে এ মেলার উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।

ফেনীর উপ-কর কমিশনার সার্কেল-৭ (বৈতনিক) এ বি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার এম এম ফজলুল হক, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কম, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম।

 

ফেনী কর অঞ্চলসমূহ ও কর অঞ্চল কুমিল্লার আয়োজনে কর পরিদর্শক কাজী নুরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম কর কমিশনার মাহমুদুল হাসান ভূঞা, সোনালী ব্যাংক ফেনী শাখার এ জি এম মোজাম্মেল হক ভূঞা, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল।

এসময় উপস্থিত ছিলেন- ফেনী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবদুর রইচ কাইজার, পরিচালক আবুল কাশেম, গোলাম ফারুক বাচ্ছু ও বজলুর করিম মজুমদার হারুন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক কাজী আরিফ রুবেল প্রমুখ।

ফেনীর উপ-কর কমিশনার এ বি এম কামরুল ইসলাম জানান, আয়কর মেলায় ১৩টি স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে টিআইএন, রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, নতুন করদাতাসহ কর বিষয়ে বিভিন্ন সেবার ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে। ১৫ থেকে ১৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মেলা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।